Durand Cup: ১০ জনে দুরন্ত লড়াই, ডার্বি জয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সময় থেকেই রক্ষণে চাপে পড়ে যায় সবুজ-মেরুন শিবির

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Mohun Bagan begins Durand campaign with derby win
Mohun Bagan begins Durand campaign with derby win.

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: ১০ জনেই ইতিহাস লিখে দিল সবুজ-মেরুন। ডুরান্ড কাপে যাত্রার শুরুতেই ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং মহামেডান স্পোর্টিং। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে একসময় ১০ জনে পরিণত হয় মোহনবাগান, কিন্তু তাতেও হার মানেনি দল। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহনবাগান (Mohun Bagan)।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে প্রথমার্ধেই, যখন মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সময় থেকেই রক্ষণে চাপে পড়ে যায় সবুজ-মেরুন শিবির। তবুও রক্ষণভাগের দৃঢ়তা এবং প্রতিআক্রমণের কৌশলে দারুণভাবে ম্যাচে ফেরে মোহনবাগান। গোলের সুযোগ কাজে লাগিয়ে একমাত্র গোলটি করে জয় ছিনিয়ে আনে তারা।

ডুরান্ড কাপের গতবারের ফাইনালিস্ট হলেও, এবার শুরুটা চ্যালেঞ্জিংই ছিল মোহনবাগানের জন্য। মহামেডান স্পোর্টিং যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে খুব একটা উজ্জ্বল নয়, তবুও বাস্তব রায় ম্যাচের আগে সতর্কই ছিলেন। তাঁর কথায়, “অনেক অনামী খেলোয়াড় থাকলেও মহামেডান দল হিসেবে খেলছে। সেই কারণে কোনও ভুলচুকের জায়গা ছিল না।”

ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথমবার মাঠে নামেন অভিষেক সিং। সিনিয়র দলের একাধিক মুখকে প্রথম একাদশে রেখে রক্ষণ-আক্রমণের ভারসাম্য বজায় রাখেন বাস্তব। এবং শেষ পর্যন্ত তাঁর কৌশল সফলও হয়।

সবমিলিয়ে, ১০ জনে নামা সত্ত্বেও শক্তপোক্ত পারফরম্যান্সে জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান। এবার নজর আগামী ম্যাচে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen