AFC Champions League 2-তে আজ অভিযান শুরু করছে মোহনবাগান

September 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: এশিয়ার মঞ্চে আজ যাত্রা শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ সি-র উদ্বোধনী ম্যাচে সবুজ-মেরুনদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফসি। অনিশ্চিত ভারতীয় ফুটবল ক্যালেন্ডারের মধ্যে এই প্রতিযোগিতা এই মুহূর্তে মোহনবাগানের জন্য আশার আলো হয়ে এসেছে। গত মরসুমে আইএসএলে দ্বিমুকুট জয়ের পর এশিয়ার দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে এটি মোহনবাগানের টানা দ্বিতীয় বছর।

বর্তমানে বেশিরভাগ আইএসএল ক্লাব প্রস্তুতি শুরু করেনি। কিন্তু মোহনবাগান নতুন মরসুমের জন্য দল গুছিয়ে এশিয়ায় নিজেদের প্রমাণ করার দিকে মনোনিবেশ করেছে। সামার ট্রান্সফার উইন্ডোতে মেহতাব সিং এবং অভিষেক সিং-কে দলে নিয়ে দেশীয় শক্তি বাড়ানো হয়েছে। এছাড়াও ছয়জন বিদেশি ফুটবলার নিয়ে দল সাজিয়েছে মোহনবাগান।

দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা বলেন, “আমরা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছি। আমার দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি, আমরা ভালো শুরু করব।” দুইবার আইএসএল জয়ী কোচ মোলিনার এবার লক্ষ্য এশিয়ার মঞ্চে ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

এএফসি-র নিয়মে বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা না থাকায় মোহনবাগান গত মরসুমের পাঁচ বিদেশিকে ধরে রেখেছে – জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রিয়োস পেত্রাতোস আক্রমণে, আর টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ রক্ষণে। নতুন সংযোজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনহো, যিনি গ্রেগ স্টুয়ার্টের জায়গায় দলে এসেছেন। তবে চোটের কারণে মানবীর সিং আজ অনুপস্থিত থাকবেন। অন্যদিকে অনিরুদ্ধ থাপা ও সুভাষিস বোস চোট সারিয়ে দলে ফিরেছেন।

আহাল এফসি কোনও বিদেশি খেলোয়াড় ছাড়াই এসেছে। তবুও দলটির ছয়জন জাতীয় দলের সদস্য রয়েছে। শৃঙ্খলা এবং ফিটনেসকে শক্তি করে তারা খেলতে নামবে। গত মার্চে এই তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগ এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার কলকাতার দর্শকরা দেখেছেন। তাই আহালের চ্যালেঞ্জ ছোট নয়।

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রায় চার সপ্তাহ প্রস্তুতির সুযোগ পেয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-র গ্রুপ পর্যায়ে তাদের আরও দুটি প্রতিপক্ষ ইরানের সেপাহান এসসি এবং জর্ডানের আল-হুসেইন এসসি। ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আহাল কোচ এজিজ আনামুহাম্মেদভ বলেন, “আমরা জানি মোহনবাগান ভারতের গত মরসুমের চ্যাম্পিয়ন দল। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং ভালো কিছু করার চেষ্টা করব।”*

ছয় দিন আগে এফসি গোয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে মোহনবাগান। আজ নিজেদের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসকে সঙ্গী করে জয়ের পথে প্রথম পা রাখতে চায় সবুজ-মেরুন শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen