IFA Shield: সহজ জয় সবুজ-মেরুনের, শনিবার ফাইনালে মুখোমুখি ইস্ট-মোহন

October 15, 2025 | < 1 min read
Published by: Manas Modak

মোহনবাগান: ২ (পেত্রাতোস, কামিংস)
ইউনাইটেড স্পোর্টস: ০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০:  আইএফএ শিল্ডের ফাইনালে উঠল মোহনবাগান (Mohun Bagan)। বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে জোসে মোলিনার দল নিশ্চিত করল শিল্ড ফাইনালের (IFA Shield Final) টিকিট। ফাইনালে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার ফের দেখা যাবে কলকাতা ডার্বির উত্তাপ।

ড্র করলেই ফাইনাল নিশ্চিত হতো, তবু জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল সবুজ-মেরুন। ম্যাচের শুরুটা কিছুটা ছন্নছাড়া ছিল, কিন্তু ধীরে ধীরে তাল ফিরে পায় দল। শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দুই পক্ষই। ১৪ মিনিটে ইউনাইটেডের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফারের শট কোনোমতে রুখে দেন বাগান গোলরক্ষক সাইদ জাহিদ। তিন মিনিট পরই রবসনের নিখুঁত পাস থেকে গোল করতে ব্যর্থ হন টেনচাম।

প্রথমার্ধে দুই দলের লড়াই চলছিল সেয়ানে সেয়ানে। তবে ৪৪ মিনিটে কামিংসের মাইনাস পাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। সেই গোলেই বিরতির সময় এগিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড।

চোটের কারণে এদিন মাঠে ছিলেন না মনবীর সিং, অনিরুদ্ধ থাপা ও গোলরক্ষক বিশাল কাইথ। তবে সুযোগ পেয়ে নিজের দায়িত্ব দারুণভাবে সামলান সাইদ জাহিদ। দ্বিতীয়ার্ধে আরও চনমনে হয়ে ওঠে মোহনবাগান। ম্যাচের ৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন জেসন কামিংস। শেষ পর্যন্ত সেই ব্যবধানই থাকে অপরিবর্তিত।

শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাগান সমর্থকেরা। রবসনের অসাধারণ পারফরম্যান্সে তিনিই হন ম্যাচের সেরা। শনিবারের ফাইনালে এখন সবার চোখ- ফের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতার ফুটবলপ্রেমীরা তাই অপেক্ষায় আরেক রোমাঞ্চকর ডার্বির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen