Mohun Bagan: বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সঙ্গে গলা মেলালো মোহনবাগান
মোহনবাগান সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের পর এবার মোহনবাগান (Mohun Bagan) ফ্যান্সরাও বিজেপি-শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এবং অমিত মালব্যর (Amit Malviya) “বাংলা বলে কোন ভাষা নেই” মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সমর্থকরা দুটি স্পষ্ট বার্তা দিয়ে টিফো (tifo) তুলে ধরেন।
প্রথম টিফোতে লেখা ছিল – “দেশটা কারোর বাপের নয়, নয়কো জাতের খেলা; এই বাঙালিই মুছিয়েছিল, পরাধীনতার জ্বালা”। দ্বিতীয় টিফোতে ফুটে উঠেছিল – “শহীদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুটে বাংলা জুয়েল”। এছাড়াও তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda), নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ছবি সম্বলিত আরেকটি টিফো প্রদর্শন করে।
উল্লেখ্য, সংসদে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদদের বাংলার এই মহান সন্তানদের ছবি সংবলিত ব্যাজ (badge) পরতে বাধা দেওয়া হয়েছে। মোহনবাগান সমর্থকদের এই অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই বলছেন, ক্রীড়াঙ্গন থেকেই এখন রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে জোরালো আওয়াজ উঠছে।
বিজেপি নেতা অমিত মালব্যর মন্তব্য এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর হামলা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। এখন ফুটবল মাঠেও সেই প্রতিবাদ ধ্বনিত হলো। ক্রীড়াপ্রেমীদের মতে, “ফুটবল কখনও শুধু খেলা নয়, এটা মানুষের আবেগের ভাষা।”
মোহনবাগান সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ক্রীড়াঙ্গন থেকে এমন রাজনৈতিক বার্তা আগামী দিনে আরও বাড়তে পারে।