Mohun Bagan: রেলকে বেলাইন করে লিগে দ্বিতীয় জয় সবুজ-মেরুণের, গুরুতর চোট পেলেন তারক হেমব্রম
ব্যারাকপুর স্টেডিয়ামে ২-০ গোলে জয় পায় মোহনবাগান। লিগে পর পর দুই ম্যাচে জয় পেয়ে আবার নিজেদের চেনা ছন্দে সবুজ-মেরুন ব্রিগেড।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৪: রেলকে বেলাইন করে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান। সোমবার ব্যারাকপুর স্টেডিয়ামে ২-০ গোলে জয় পায় মোহনবাগান। লিগের শুরুটা ভালো না হলেও পর পর দুই ম্যাচে জয় পেয়ে আবার নিজেদের চেনা ছন্দে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের প্রথম অর্ধের ৫ মিনিটের মাথায় অধিনায়ক সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় ডেগি কার্ডোজোর দল। তারপরে বৃষ্টিস্নাত ব্যারাকপুর স্টেডিয়ামে আরও নাটক বাকি ছিল।
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় গুরুতর চোটপান রেলওয়ে এফসির খেলোয়াড় তারক হেমব্রম (Tarak Hembram)। পায়ে যেখানে তাঁর আঘাত লেগেছিল সেখানে ব্যান্ডেজের সঙ্গে ছাতা’-র সাপোর্ট দিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই অবস্থা দেখে বেজায় চোটেছেন ফুটবল প্রেমীরা। কলকাতা লিগের মতো এত বড়ো প্রতিযোগিতায় এরকম অব্যবস্থা অনেকেই মেনে নিতে পারছেন না। তবে এই ম্যাচে তখন আরও নাটকীয়তা বাকি ছিল। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক ঝামেলা লাগে। এর ফলে লাল কার্ড দেখলেন মোহনবাগানের সালাহউদ্দিন ও টিম ম্যানেজার রাহুল দত্ত। রেলের সৌমিক কোলে, অভিষেক আইচ এবং গোলরক্ষক সুদীপ্ত ব্যানার্জিকেও লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের একদম শেষের দিকে দ্বিতীয় গোল করে সবুজ – মেরুনকে এগিয়ে দেয় শিবম মুন্ডা। এই জয়ের ফলে ৩ ম্যাচ খেলে মোহনবাগানের এখন পয়েন্ট ৬।