ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তোলায় হুমকি দেওয়া হচ্ছে মোহনবাগানী শিলাদিত্যকে? জানুন সত্য

ছবিতে যে মোহনবাগান সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে, তাঁর নাম শিলাদিত্য বন্দোপাধ্যায়। বাড়ি হালতু এলাকায়। তাঁর একটি দোকানও রয়েছে

August 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক মোহনবাগান সমর্থকের কাঁধে চেপে ন্যায়বিচার চাইছেন এক ইস্টবেঙ্গল সমর্থক৷ রবিবাসরীয় যে ছবি এখন আরজি কর প্রতিবাদের প্রতিচ্ছবি৷ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ‘যুদ্ধ’ ভুলে এভাবে ন্যায়ের যুদ্ধে নামবে, তা আগে দেখা যায়নি৷

ছবিতে যে মোহনবাগান সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে, তাঁর নাম শিলাদিত্য বন্দোপাধ্যায়। বাড়ি হালতু এলাকায়। তাঁর একটি দোকানও রয়েছে। সোমবার সকাল থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে যে শিলাদিত্যর দোকান নাকি ভেঙে দেওয়ার জন্য দুষ্কৃতীরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে শিলাদিত্যর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এমন কোনও হুমকি তিনি পাননি। কেন সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে, সেই ব্যাপারেও তিনি কিছু বুঝতে পারছেন না। মোদ্দা কথা, হুমকির বিষয়টি তিনি একেবারে নাকচ করে দেন।

উল্লেখ্য, বাতিল ডুরান্ড ডার্বির মঞ্চ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্ষেত্রে পরিণত হয়েছিল৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্বতঃস্ফূর্ত প্রতিবাদী স্বরে রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গন ও তৎপ্বার্শবর্তী অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে৷ রবিবারের ব্যস্ত বাইপাস প্রায় সাড়ে চারঘণ্টা বন্ধ ছিল৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen