কলকাতা লিগে জয় দিয়ে শুরু মোহনবাগান সুপার জায়ান্টসের
প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় সুমিত রাঠি হেডে প্রথম গোল করেন মোহনবাগানের হয়ে।
July 5, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রকে ৩-১ গোলে হারিয়ে কলকাতা লিগ অভিযান শুরু মোহনবাগান সুপার জায়ান্টসের। অনূর্ধ্ব-২৩ দলকে মোহনবাগান সুপার জায়ান্টস খেলাচ্ছে কলকাতা লিগে।
প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় সুমিত রাঠি হেডে প্রথম গোল করেন মোহনবাগানের হয়ে। সবুজ মেরুনের হয়ে দ্বিতীয় গোল করেন এঙ্গসন।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিটে তৃতীয় গোল করেন টাইসন সিং। এর ঠিক পরেই পাঠচক্রের হয়ে একটিমাত্র গোল করেন সুমন সরকার।