Monday Stock Watch: সোমবার কোন শেয়ারে ভরসা রাখলে পেতে পারেন ভালো লাভ?

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

সোমবার, ২৪শে নভেম্বর, কোন শেয়ারে নজর রাখলে হতে পারে লক্ষ্মীলাভ? দেখে নিন:

১. পেটিএম (PayTM): MSCI-র রিভিউ অনুযায়ী এটিকে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইনডেক্সে যুক্ত করা হচ্ছে, যার ফলে সম্ভাব্য বড় পরিমাণ প্যাসিভ ফান্ড প্রবাহ আশা করা হচ্ছে।

২. ফোর্টিস হেলথকেয়ার (Fortis Healthcare): ইনডেক্স এন্ট্রি বৃদ্ধি পেয়ে প্রভাবশালী সংস্থাগুলোর মধ্যে শীর্ষে উঠে আসছে, যা প্রতিষ্ঠানের তরলতা ও বাজার অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

৩. GE Vernova T&D India: শক্তি এবং ট্রান্সমিশন সেক্টরে MSCI-তে যোগদান এই সংস্থার গুরুত্ব বাড়িয়ে তুলেছে, বিশেষ করে দেশে পাওয়ার পরিকাঠামো সম্প্রসারণের প্রেক্ষাপটে।

৪. সিমেন্স এনার্জি ইন্ডিয়া (Siemens Energy India): ট্রান্সমিশন শক্তি ক্ষেত্রের ঊর্ধ্বগামী যাত্রা থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ইনডেক্সের পরিবর্তনের ফলে এটি আরও বেশি লাভ দিতে পারে।

৫. ইনফোসিস (Infosys): বড় শেয়ার বাইব্যাক প্রোগ্রাম ঘোষণা করেছে যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

সতর্কবার্তা: শেয়ারে লগ্নি বাজারগত ঝুঁকি সম্পন্ন। নিজ ঝুঁকিতে বিনিয়োগ করুন। ব্রোকার বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই টাকা লগ্নি করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen