Monday Stock Watch: সোমবারের বাজারে নজর, ৫টি স্টক যেগুলোর দিকে চোখ রাখা উচিত

সোমবার, ১১ই অগাষ্ট বিশেষজ্ঞদের সুপারিশ মেনে পাঁচটি স্টক বাজারে আলোচনায় থাকবে।

August 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০.৩৫: সোমবার, ১১ই অগাষ্ট বিশেষজ্ঞদের সুপারিশ মেনে পাঁচটি স্টক বাজারে আলোচনায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক কোন শেয়ারগুলো সপ্তাহের শুরুর ট্রেডিংয়ে আপনার নজরে রাখা উচিত।

১. Dr Reddy’s Laboratories

বিশেষজ্ঞরা এই সংস্থাকে “buy” করার পরামর্শ দিয়েছেন। দাম ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ Fibonacci support-এ এসে থেমেছে এবং চার্টে (chart) রিভার্সালের ইঙ্গিত দেখা যাচ্ছে।

২. HDFC Life Insurance Company

HDFC Life-ও বর্তমানে একটি টেকনিকালি শক্তিশালী অবস্থানে রয়েছে। আকর্ষণীয় সাপোর্ট জোন (support zone) থেকে এটি ধীরে ধীরে ওপরের দিকে যেতে পারে।

৩. NTPC

বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ প্রকল্প পরিচালনায় শীর্ষে থাকা NTPC এখনো শক্তিশালী মোমেন্টাম ধরে রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা সোমবারের সেশনেও (session) অব্যাহত থাকতে পারে।

৪. Power Finance Corporation (PFC)

এই সংস্থাকেও “buy” তালিকায় রেখেছেন বিশেষজ্ঞরা, লক্ষ্যমূল্য ₹478 ও স্টপ লস (stop loss) ₹388। বিদ্যুৎ ক্ষেত্রে এর অবস্থান এবং চার্টের দৃঢ়তা একে আকর্ষণীয় করে তুলেছে।

৫. Jio Financial Services

সোমবার এই কোম্পানির ex-dividend তারিখ। রেকর্ড ডেট (record date) সংক্রান্ত খবর বাজারে স্বল্পমেয়াদি আগ্রহ (short-term interest) তৈরি করতে পারে, বিশেষত ডিভিডেন্ড চাওয়া বিনিয়োগকারীদের মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen