Monday Stock Watch: সোমবার লক্ষীলাভের জন্য নজরে রাখুন পাঁচটি শেয়ার

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫১: শেয়ার বাজারে নতুন সপ্তাহের সূচনা হতে চলেছে সোমবার। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সপ্তাহের প্রথম দিনেই কিছু নির্দিষ্ট শেয়ারের দিকে বিনিয়োগকারীদের বাড়তি নজর থাকবে। সাম্প্রতিক প্রবণতা, সরকারী ঘোষণা এবং বিশ্লেষকদের রিপোর্ট মিলিয়ে সোমবারের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ শেয়ারের নাম তুলে ধরা হলো।

১. জুপিটার ওয়াগনস (Jupiter Wagons Ltd)

লজিস্টিক ও রেলওয়ে খাতে জুপিটার ওয়াগনস সম্প্রতি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। বিশ্লেষকদের টার্গেট প্রাইস অনুযায়ী প্রায় ২৯ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতির সম্ভাবনা রয়েছে।

২. আইটিসি (ITC Ltd)

এফএমসিজি, আতিথেয়তা (hospitality) ও পেপার সেগমেন্টে বহুমুখী উপস্থিতির কারণে আইটিসি আবার আলোচনায় উঠে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন জিএসটি সংস্কারের সম্ভাব্য সুবিধা এই কোম্পানিকে উপকৃত করবে। অনুমান করা হচ্ছে, শেয়ার দরে ২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

৩. টিসিএস (Tata Consultancy Services)

প্রযুক্তি জায়ান্ট টিসিএস বরাবরই দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের প্রিয়। বর্তমানে বিশ্লেষকরা শেয়ারটির প্রায় ২২ শতাংশ উত্থানের পূর্বাভাস দিচ্ছেন।

৪. মারুতি সুজুকি ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Auto Sector)

অটো সেক্টরে চলতি অর্থবর্ষে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। বিক্রি ও উৎপাদনে ধারাবাহিক উন্নতির ফলে মারুতি সুজুকি ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা উভয়ই আলোচনার কেন্দ্রে। এই দুই সংস্থার শেয়ার সোমবার বিনিয়োগকারীদের বাড়তি নজরে থাকবে।

৫. এনটিপিসি ও জেএসডব্লিউ এনার্জি (Power Sector)

বিশেষজ্ঞদের মতে, এনটিপিসি ও জেএসডব্লিউ এনার্জি উভয়েরই আগামী দিনে ১৩ থেকে ৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সবুজ জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং বিদ্যুৎ ক্ষেত্রে পদক্ষেপ এই দুই কোম্পানির শেয়ারকে লোভনীয় করে তুলেছে।

সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে গতি আনতে পারে এই পাঁচটি শেয়ার। তবে মনে রাখা জরুরি, বাজার সবসময় ওঠানামার মধ্যে থাকে। তাই বিনিয়োগ করবেন ব্যক্তিগত ঝুঁকিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen