আসছে মানি হেইস্ট সিজন ৫, কিন্তু কবে?

সে যে কেমন দমবন্ধ করা অপেক্ষা, সেটা যাঁরা দেখেছেন তাঁরাই বলতে পারবেন

July 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

একটা স্প্যানিশ ওয়েব সিরিজ আর তা নিয়ে বিশ্বের ওয়েব সিরিজপ্রেমী মানুষের নাওয়া-খাওয়া-ঘুম সব হাওয়া হয়ে গেল! সিরিজের নাম ‘মানি হেইস্ট’। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। প্রথম সিজিন মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে। প্রবল অপেক্ষার মধ্যে দর্শকদের থাকতে হয়েছে। সে যে কেমন দমবন্ধ করা অপেক্ষা, সেটা যাঁরা দেখেছেন তাঁরাই বলতে পারবেন।

একজন প্রফেসর আটজনকে মাদ্রিদের রয়্যাল মিন্টে পাঠিয়েছেন অস্ত্রসহ। কেউ কাউকে ব্যক্তিগতভাবে চেনে না। কিন্তু বন্দিদের সঙ্গে তারাও হয়ে ওঠে পরিবার আবার প্রয়োজনে একে অপরের মাথায় বন্দুক তাক করতেও প্রস্তুত। টান টান উত্তেজনায় চারটি সিজন কাটানো গিয়েছে। এই প্রফেসরের প্রেমে পড়েছেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে শচীন তেণ্ডুলকর। প্রশ্ন থাকছে, সবার প্রিয় প্রফেসরের কী হবে? এই চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্টে। তিনি কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন, প্রফেসর মনে হয় আবার একাকিত্বের জীবনে ফিরে যাবে। পঞ্চম সিজন যে আসছে, তা নিয়ে আভাস পাওয়া গেলেও শোনা যাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময়তেই এই সিরিজ দেখা যাবে। ততদিনের জন্য ‘বেলা চাও’-এর সুর গুনগুন করা ছাড়া উপায় নেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen