আঙুলের ছাপ চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! জেনে নিন কীভাবে সুরক্ষিত থাকবেন

বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে থাকা আপনার বায়োমেট্রিক ছাপ লক করে রাখত পারবেন।

September 16, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। ছবি সৌজন্যে: gizbot

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নিচ্ছে। গত কয়েক মাসে এই ধরনের প্রচুর অভিযোগ এসেছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। গ্রাহকের অজান্তে তাঁর আধারের বায়োমেট্রিক তথ্য (এ ক্ষেত্রে মূলত আঙুলের ছাপ) দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে। ভুক্তভোগীদের দাবি, মোবাইলে এসএমএস পেয়ে চুরির কথা জানতে পারছেন। ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করলে বলা হচ্ছে, তাঁর বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতেই সেই লেনদেন হয়েছে। যেটা তাঁরা আদৌ করেনইনি।

এই ব্যবস্থার মূল দুই কান্ডারি —আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের (এনপিসিআই) সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সংশ্লিষ্ট মহলের পরামর্শ, আধার গ্রাহকেরা তাঁদের বায়োমেট্রিক তথ্য আপাতত ‘লক’ বা বন্ধ করে রাখুন।

একটা কাজ করলেই আপনি কিন্তু এই সমস্ত প্রতারকদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে থাকা আপনার বায়োমেট্রিক ছাপ লক করে রাখত পারবেন।

চলুন জেনে নিন কীভাবে আপনার গুরুত্বপূর্ণ আধার তথ্য সুরক্ষিত রাখবেন-

  • অফিসিয়াল UIDAI ওয়েবসাইটে যান। My Aadhaar বিভাগে গিয়ে Aadhaar Services এ ক্লিক করতে হবে। এবার ওখান থেকে ‘‘Lock/Unlock Aadhaar’ নির্বাচন করুন।
  • নতুন ট্যাবে আবার ‘‘Lock/Unlock Aadhaar’-এ ক্লিক করুন।
  • Click here to generate VID’ এ ক্লিক করুন।
  • ভিআইডি তৈরি করতে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড (ক্যাপচা) লিখুন।
  • একবার এটি তৈরি হয়ে গেলে, ধাপ ৪-এর উইন্ডোতে ফিরে যান এবং ‘NEXT’ এ ক্লিক করুন।
  • আধার নম্বরটি লক করা হবে কি না তাতে টিক দিন।
  • তারপর ভিআইডি, পুরো নাম, পিন কোড এবং সিকিউরিটি কোড লিখুন।
  • ‘Send OTP’ তে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP লিখুন। আধার নম্বর এখন লক হয়ে যাবে।

এটা অবশ্যই মনে রাখা উচিত যে একবার আপনি আপনার বায়োমেট্রিক্স লক করে ফেললে, আপনি সেগুলিকে আনলক করা পর্যন্ত সেগুলি অ্যাক্সেসযোগ্য থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen