কণ্ঠরোধ: রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ৭ জন সাংসদ-সহ মোট ১৯ জন বিরোধী সাংসদ

সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই এবং সিপিআইয়ের এক জন।

July 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সভার কাজে ব্যাঘাত ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসর ৭ জন সাংসদ-সহ মোট ১৯ জন বিরোধী সাংসদকে চলতি সপ্তাহের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হল। সোমবার প্ল্যাকার্ড হাতে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য সাসপেন্ড করা হয়েছিল ৪ কংগ্রেস সাংসদকে। এর ফলে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধীরা। ১ ঘণ্টার জন্য স্থগিত করে দেওয়া হয়ে রাজ্যসভার কাজ।

সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেসের ৭ জন সাংসদ হলেন, দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং শান্তা ছেত্রী। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই এবং সিপিআইয়ের এক জন।

মূল্যবৃদ্ধি, খাদ্য পণ্যে জিএসটি বসানো এবং গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভায় সরব হন বিরোধীরা। দফায় দফায় বিক্ষোভের জেরে বেলা ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen