১০ই জুন শুরু বিধানসভা বাদল অধিবেশন, পেশ হতে পারে আচার্য বিল
মঙ্গলবার বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ১০ জুন থেকে এক সপ্তাহের জন্য অধিবেশন বসতে চলেছে। ১০ জুন শুক্রবার অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাব দিয়েই শেষ হয়ে যাবে সে দিনের কাজ।

আগামী ১০ই জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। সচিবালয় সূত্রে এমনটাই খবর। এই অধিবেশনেই বিশ্ববিদ্যালয়ের আচার্য বদল সংক্রান্ত বিল পেশ করতে পারে রাজ্য সরকার। এই বিল বদল অধিবেশনেই বিধানসভায় পাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দপ্তর, এমনটাই জানা গিয়েছে।
মঙ্গলবার বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ১০ জুন থেকে এক সপ্তাহের জন্য অধিবেশন বসতে চলেছে। ১০ জুন শুক্রবার অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাব দিয়েই শেষ হয়ে যাবে সে দিনের কাজ। ফের অধিবেশন বসবে ১৩ জুন, সোমবার। ওই দিন বিধানসভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক করবেন। আপাতত স্থির হয়েছে ১৭ জুন শুক্রবার শেষ হবে বিধানসভার বাদল অধিবেশন।
এই অধিবেশন পর্বে সবার নজর থাকবে উচ্চশিক্ষা দপ্তরের আচার্য সংক্রান্ত বিল। গত ২৬ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যপাল নন মুখ্যমন্ত্রী হবেন রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শীঘ্রই এই সংক্রান্ত বিল আনা হবে বিধানসভায়।