Monsoon Session of Parliament : ২১ জুলাই দলের সব সাংসদদের কলকাতায় থাকার নির্দেশ দিল TMC

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

২১ জুলাই, শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি, বিধায়ক ও সাংসদদের চিঠি। লোকসভা ভোটে ভাল ফলের প্রেক্ষিতে রেকর্ড জমায়েত করতে চায় তৃণমূল কংগ্রেস।
এদিকে আগামী ২১ জুলাই থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ওই দিন দলের সব সাংসদদের কলকাতায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এবারের ২১ জুলাই বিশেষ তাৎপর্যপূর্ণ। দলের নেত্রী সকলকে কোন বার্তা দেবেন সেদিকেই নজর রাখছেন সকলে।

এবারের বাদল অধিবেশন শুরুর বহু আগে থেকেই বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে এসেছিল। তবে এবার তাদের সেই দাবি পূরণ করা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশেনর দাবি মানেনি কেন্দ্র। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন থেকে পালিয়ে যেতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী। তবে বাদল অধিবেশনে এটাই প্রধান আলোচনার বিষয় হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen