প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নীতি পুলিস? হচ্ছে গার্জেন কলও?
কেউ কেউ ব্যক্তিগত বিষয় প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে এসে ফেলছেন।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এবার নীতি পুলিসির অভিযোগ উঠছে। বিগত দু’মাসে নাকি অন্তত চার যুগলকে ক্যাম্পাসে একসঙ্গে বসে থাকতে দেখে তাঁদের গার্জেন কল করা হয়েছে, এমনই দাবি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের। তাঁদের বকাঝকা করা হয়েছে ডিন অব স্টুডেন্টসের অফিসে ডেকে, সংবাদমাধ্যম সূত্রে এরকমই অভিযোগ জানা গেছে।
সাবালক যুগলদের ঘনিষ্ঠ অবস্থায় দেখলেও তাঁদের অভিভাবকদের কেন ডাকা হবে? প্রথমবার কি সতর্ক করে ছেড়ে দেওয়া যেত না, এরকম অনেক প্রশ্ন উঠছে। যদিও, সংবাদমাধ্যমের কাছে ডিন অরুণকুমার মাইতির দাবি, কর্তৃপক্ষ কোনও নীতি পুলিসি করেনি। কেউ কেউ ব্যক্তিগত বিষয় প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে এসে ফেলছেন। তাঁদের ডেকে কাউন্সেলিং করানো হয়েছে, এরকমই দাবি করা হয়েছে।