প্রথম ডোজের পর কোভ্যাক্সিনের তুলনায় বেশি অ্যান্টিবডি কোভিশিল্ডে

কারণ, দু’টি ভ্যাকসিনই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সক্ষম। পাশাপাশি খুব শীঘ্রই দ্বিতীয় ডোজের সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আনা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারপরই।

June 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিশিল্ড নাকি কোভ্যাকসিন? (covaxin) করোনা মোকাবিলায় কোন ভ্যাকসিন বেশি কার্যকরী, তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। করোনা ভাইরাস ভ্যাকসিন ইনস্টিটিউট অ্যান্টিবডি টাইটার (কোভ্যাট)-এর সাম্প্রতিক সমীক্ষার প্রাথমিক ফলাফল সেই জল্পনাকে আরও একটু উস্কে দিল। কারণ, সমীক্ষায় দেখা গিয়েছে, প্রথম ডোজের পর মানবদেহে কোভ্যাকসিনের তুলনায় কোভিশিল্ড (covishield) বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। মোট ৫৫২ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।

তার মধ্যে ৪৫৬ জনের উপর প্রয়োগ করা হয়েছিল কোভিশিল্ড এবং ৯৬ জনকে দেওয়া হয়েছিল কোভ্যাকসিন। প্রথম ডোজের পর দেখা গিয়েছে, মোট ৭৯.৩ শতাংশের দেহে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তবে কোভিশিল্ড প্রাপকদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। অনুপাত ৮৬.৮ শতাংশ এবং ৪৩.৮ শতাংশ। তবে এখনই এই সমীক্ষার ফলাফলকে আপ্তবাক্য ধরে চিকিৎসায় প্রয়োগ করা উচিত হবে না বলেই জানিয়ে দিয়েছে সমীক্ষক সংস্থা। কারণ, দু’টি ভ্যাকসিনই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সক্ষম। পাশাপাশি খুব শীঘ্রই দ্বিতীয় ডোজের সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আনা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারপরই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen