‘দুয়ারে সরকার’-এ উপকৃত ১ কোটিরও বেশি মানুষ, দাবি রাজ্যের

মঙ্গলবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচির খতিয়ান তুলে ধরে রাজ্য সরকারের দাবি, ১৮ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২ জন।

January 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে সরকারি পরিষেবা পেয়েছেন এ রাজ্যের ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ। এমনটাই দাবি করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মঙ্গলবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচির খতিয়ান তুলে ধরে রাজ্য সরকারের দাবি, ১৮ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২ জন।

১২টি সরকারি পরিষেবা রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু হয়েছিল গত ডিসেম্বরে। দু’মাস ধরে চলা ওই কর্মসূচির অঙ্গ হিসেবে ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার শিবির চালু করেছিল সরকার। আগামী ২৫ জানুয়ারি এই কর্মসূচির শেষ হবে। তবে তার আগেই ‘দুয়ারে সরকার’-(Duare Sarkar)এর আংশিক খতিয়ান প্রকাশ করেছে সরকার। সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য মোট ২১ হাজার ৮৫৭টি শিবির খোলা হয়েছে। ওই শিবিরগুলিতে নাম নথিভুক্ত করিয়েছেন ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার ১৯৫ জন। তাঁদের মধ্যে পরিষেবা পেয়েছেন ১ কোটি ২০ লক্ষেরও বেশি।

বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই একাধিক বার বিজেপি-র কটাক্ষের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। বিজেপি-র দাবি, আসন্ন নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই এই কর্মসূচি শুরু করেছে রাজ্য। যদিও শাসকদলের পাল্টা দাবি, রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে এই কর্মসূচিকে খাটো করার চেষ্টা করছে বিজেপি। সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করছেন এবং উপকৃতও হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen