বইমেলা নতুন রেকর্ড গড়তে চলেছে, প্রথম সাতদিনেই হাজির ১৩ লক্ষেরও বেশি বইপ্রেমী
পরের দিন, ২৯ জানুয়ারি এসেছিলেন প্রায় ৭০ হাজার। ৩০ জানুয়ারি ভিড় স্পর্শ করে এক লক্ষ। ৩১ জানুয়ারি দেড় লক্ষ ছাড়িয়ে যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতবছর অর্থাৎ ৪৭তম আন্তর্জাতিক কলকাতায় বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী। বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার বই। এবার ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারই প্রথমদিকে ভিড় কম হয়। শেষের দিকে তা বেড়ে যায় কয়েক গুণ। পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছে, উদ্বোধনের দিনই মেলায় এসেছিলেন প্রায় ৩০ হাজার মানুষ। পরের দিন, ২৯ জানুয়ারি এসেছিলেন প্রায় ৭০ হাজার। ৩০ জানুয়ারি ভিড় স্পর্শ করে এক লক্ষ। ৩১ জানুয়ারি দেড় লক্ষ ছাড়িয়ে যায়।
প্রথম ছুটির দিন ছিল শনিবার, এক ফেব্রুয়ারি। ওইদিন থেকেই বইমেলায় জনপ্লাবন। এসেছিলেন প্রায় দু’লক্ষ মানুষ। পঞ্চমী তিথিতে মেলার প্রথম রবিবার হাজির প্রায় চার লক্ষ। সোমবারও সরকারি স্কুল-কলেজ ছিল ছুটি। এদিনও জনপ্লাবন। প্রায় তিন লক্ষ মানুষ এসেছিলেন। সবমিলিয়ে ২৮ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি, এই সাতদিনে উপস্থিত ১৩ লক্ষেরও বেশি বইপ্রেমী। পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, ‘ভিড় ও উন্মাদনায় কলকাতা বইমেলা বাঙালির দ্বিতীয় দুর্গোৎসব। এবার খুব ভালো ভিড় হচ্ছে। আমরা চাই, বই কেনার এই ভিড় আরও বাড়ুক। তাহলে বইও দীর্ঘজীবী হবে। আমরা আশা করছি, এই ডিজিটাল যুগেও ভিড়ের নতুন রেকর্ড গড়বে কলকাতা বইমেলা।’