গতিহীন ‘রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সবচেয়ে শোচনীয় BJP শাসিত দুই রাজ্য

জলশক্তি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মোদী সরকার।

September 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘নমামি গঙ্গে’ কর্মসূচির আওতায় বিভিন্ন নদী তীরবর্তী এলাকার কাজ শুরু হয়েছে। যার পোশাকি নাম ‘রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’। জলশক্তি মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মোদী সরকার।

সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি কর্মসূচির আওতায় ওই সাতটি প্রকল্প রূপায়ণের জন্য যে অর্থ রাজ্যগুলিকে দেওয়া হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচই করা যায়নি। এক্ষেত্রে বিজেপি শাসিত দুই রাজ্য মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডের রিপোর্ট কার্ড সবচেয়ে বেশি খারাপ।

রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে নদী তীরবর্তী বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য বাছা হয়েছে তিনটি রাজ্যকে। সেগুলি হল বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড। একমাত্র বিহারের প্রকল্পটিই বাস্তবায়িত হয়েছে। মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে কাজ এখনও ঢের বাকি। উল্লেখযোগ্যভাবে এই প্রকল্পে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen