সমালোচনা থেকে প্রেরণা, ফিটনেসে নতুন রূপে রোহিত শর্মা

সাম্প্রতিক সময়ে রোহিতের একটি এয়ারপোর্টের ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে তাঁকে কিছুটা ওজন বেড়ে যাওয়া অবস্থায় দেখা যায়। এই ছবিই নাকি রোহিতকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। তখন থেকেই ঠিক করে ফেলেন, এই ‘ইমেজ’ বদলাতেই হবে। তাঁর পাশে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও সহকারী কোচ অভিষেক নায়ার।
নয়ার জানিয়েছেন, “অনেকেই ওর ফিটনেস নিয়ে কথা বলছিল। সেই ছবি নিয়েও অনেক সমালোচনা হয়। ওর লক্ষ্য ছিল পুরো ছবিটাই বদলে দেওয়া। ও চেয়েছিল আরও ফিট, দ্রুত এবং শক্তিশালী হয়ে ফিরতে।” রোহিতের হাতে ছিল ১২ সপ্তাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য এই সময়টাকেই কাজে লাগিয়েছিলেন তিনি।
এই সময় রোহিতের ট্রেনিংয়ে ছিল আলাদা ফোকাস শুধু ওজন কমানো নয়, নিজের শরীরের গঠন, নড়াচড়ার গতি, মাঠে গতিশীলতা এবং আত্মবিশ্বাস—সবকিছুর উন্নতি ঘটানো। নিজের প্রতিবিম্বে এক নতুন রোহিতকে দেখতে চেয়েছিলেন তিনি।
তাঁর আগের ম্যাচেই ICC Champions Trophy 2025-এর ফাইনালে তিনি ৭৬ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। আর এবার, আগের চেয়ে আরও ফিট হয়ে তিনি নামছেন অস্ট্রেলিয়া সফরে। উল্লেখযোগ্যভাবে, অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ড অনন্য ৩০ ইনিংসে ১৩২৮ রান, গড় ৫৩.১২, পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি।
রোহিতের এই রূপান্তর শুধু তাঁর ক্রিকেট নয়, অনেক তরুণ ক্রিকেটারের কাছেও হয়ে উঠেছে বড় প্রেরণা। বয়স বা অভিজ্ঞতা যতই হোক, নিজেকে নতুন করে গড়ে তোলা সম্ভব—এই বার্তাই যেন তিনি দিচ্ছেন মাঠে নামার আগেই। এখন সকলের চোখ তাঁর দিকে—ফের কি আগুন ঝরাবেন সেই পুরনো ‘হিটম্যান’? মাঠই দেবে তার জবাব।