২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপর্ণা, ব্রাত্য, সুমনের ছবি

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা তো হয়েছেই, থাকবে তাঁর সৃষ্ট চলচ্চিত্র নিয়ে নানা আড্ডা।

December 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সব ঠিক হয়ে যাওয়ার পরেও বাদ পড়েছিল ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিটি। সেই সময় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছিলেন পরিচালক। এবার ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে প্রদর্শিত হতে চলেছে আবির চট্টোপাধ্যায়, মোশারফ করিম ও নুসরত জাহান অভিনীত এই ছবি। ব্রাত্য ও জয়া আহসান অভিনীত সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি ‘ঝরা পালক’ও দেখানো হচ্ছে এবার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই পরিচালকেরই তৈরি তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ প্রদর্শিত হবে এই উৎসবে। অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ ছবিটি থাকছে আন্তর্জাতিক বিভাগে। বুসান চলচ্চিত্র উৎসবে অর্জুন রামপাল, কঙ্কনা সেনশর্মা, তন্ময় ধনানিয়া অভিনীত এই ছবিটি পুরস্কৃত হয়েছিল। তন্ময়ের আরও একটি ছবি ‘নজরবন্দ’ স্থান পেয়েছে এবারের উৎসবে। ছবিটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবিটিও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

সদ্যপ্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে শ্রদ্ধা জানিয়ে তাঁর অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবির প্রিমিয়ার হতে চলেছে এই চলচ্চিত্র উৎসবে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা তো হয়েছেই, থাকবে তাঁর সৃষ্ট চলচ্চিত্র নিয়ে নানা আড্ডা। ‘চলচ্চিত্রে চিত্রভাষা’ নামে একটি বই প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে। স্মরণ করা হবে আর এক বরেণ্য সদ্যপ্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে। এই পরিচালকের কয়েকটি ছবি দেখানোর পাশাপাশি তাঁর জীবন ও কাজ নিয়ে আলোচনার আয়োজনও করা হচ্ছে। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে উৎসব শুরু হচ্ছে। স্পেশাল স্ক্রিনিংয়ে থাকছে ভিকি কৌশল অভিনীত সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’। এবার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেওয়ার কথা সুজিতের। আগামী বছর ৭ থেকে ১৪ জানুয়ারি এই চলচ্চিত্র উৎসব চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen