শিয়রে নির্বাচন, বাংলাকে দেখেই মধ্যপ্রদেশে ছাত্রীদের সাইকেল কিনতে টাকা?

একটি সরকারি প্রকল্পের অংশ হিসাবে সাইকেল কেনার জন্য রাজ্যের প্রায় ৪.৬০ লক্ষ স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে ২০৭ কোটি টাকা স্থানান্তর করেছেন

August 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার একটি সরকারি প্রকল্পের অংশ হিসাবে সাইকেল কেনার জন্য রাজ্যের প্রায় ৪.৬০ লক্ষ স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে ২০৭ কোটি টাকা স্থানান্তর করেছেন।

প্রসঙ্গত, সে রাজ্যে জুন মাসে চালু হয়েছিল লাডলি বেহনা স্কিম, যার অধীনে ১,২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা ট্রান্সফার করে বলেন যে পরিমাণটি ধীরে ধীরে ৩,০০০ টাকা করা হবে। পশ্চিমবঙ্গে ২০২১ সাল থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু হয়, মহিলাদের স্বাবলম্বী করার জন্য। সেই নিয়েও বিজেপিসহ বিরোধীরা কুৎসা করেন যে ভিক্ষা দেওয়া হচ্ছে।

মজার কথা, পশ্চিমবঙ্গে সবুজ সাথী স্কিমে যখন পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়েছিল, তখন বিজেপিসহ বিরোধীদলগুলো তাই নিয়ে কুৎসার ঝড় তোলে। কিন্তু কন্যাশ্রীর দেখাদেখি ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ প্রকল্প বা স্বাস্থ্সাথীর দেখাদেখি আয়ুস্মান ভারত প্রকল্প চালু করেছে খোদ মোদী সরকারই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen