ডাবল ইঞ্জিন রাজ্যে সাপের কামড়ে ২৮০ বার মৃত্যু ৪৭ জনের! মধ্যপ্রদেশে Scam!
প্রতিবারই সরকারি ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা করে মঞ্জুর করেছে মধ্যপ্রদেশে সরকার। সরকারি তহবিল থেকে খরচ হয়েছে মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকা।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৬: এমনই বিষধর সাপ, মানুষ একবার মরে না, মরে বারংবার। হ্যাঁ বিজেপির কথাই বলছি। ঘটনা মধ্যপ্রদেশের সিওনি জেলায়। ৪৭ জনকে ২৮০ বার সাপের কামড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত বলে ঘোষণা করে, প্রতিবারই সরকারি ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা করে মঞ্জুর করেছে মধ্যপ্রদেশে সরকার। এজন্য সরকারি তহবিল থেকে খরচ হয়েছে মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকা।
সাপের কামড়ে মৃত দ্বারকা বাঈ নামে এক মহিলাকে ২৯ বার মৃত বলে ঘোষণা করে খরচ দেখানো হয়েছে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা। স্বয়ং শ্রী রামও এই দুর্নীতির নাগপাশ থেকে নিস্তার পাননি। একইভাবে শ্রী রামকে ২৮ বার মৃত বলে ঘোষণা করে প্রতিবারই তাঁর নামে চার লক্ষ টাকা করে ত্রাণ মঞ্জুর করেছে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার।
সম্প্রতি রাজস্ব ও হিসাব বিভাগের তদন্তের পর এই ভয়ঙ্কর দুর্নীতির ঘটনাগুলি প্রকাশ্যে আসে মধ্যপ্রদেশে। এই অর্থিক তছরুপ কান্ডে একুশ জনকে গ্রেপ্তার করা হলেও ডাবল ইঞ্জিনের কোনো চালক এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি।