সংসদে ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপি’র সাংসদদের

গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন।

August 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংসদে ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপি’র সাংসদদের। গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন। ২৩ জুলাই ছিল সাধারণ বাজেট পেশ। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও ইস্যুতেই সংসদে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি বঙ্গ বিজেপির এমপিদের।

নামপ্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির সাংসদদের একাংশ বলছেন, আলাদা করে বঙ্গ বিজেপি সংসদে কী কৌশল নেবে, তা নিয়ে সেভাবে কোনও নির্দেশিকা আসেইনি। ফলে সাংসদরাও বিভ্রান্ত। দলীয় সূত্রে জানানো হয়েছে, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে শীঘ্রই নিজের মধ্যে বৈঠক করতে পারেন বাংলার বিজেপি এমপিরা। এর আগে, অর্থাৎ পূর্ববর্তী অধিবেশনগুলো চলার সময় বাংলার বিভিন্ন ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছিল বাংলার বিজেপি এমপিদের। শুধুমাত্রই বিক্ষোভে শামিল হওয়া নয়। একাধিক এজেন্ডা নিয়ে সরবও ছিলেন তাঁরা।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এবারের সংসদ অধিবেশন শুরুর পর থেকে যেভাবে বঙ্গ বিজেপির সাংসদরা বাংলা ভাগ নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করেছেন, তাতে গেরুয়া শিবিরকে যথেষ্ট অস্বস্তি এবং বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। সেই বিড়ম্বনার রেশ এখনও চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen