বিতর্ককে হারিয়ে নজির বাঙ্গুর হাসপাতালের, সাত দিনে সুস্থ হলেন প্রায় ২০০ করোনা রোগী

এক কথায় নজিরবিহীন ঘটনা। গত এক সপ্তাহে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রায় ২০০ জন করোনা আক্রান্ত রোগী। এই রেকর্ড সংখ্যক রোগীর সুস্থ হওয়া কলকাতায় নজির। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, সবাই বলছেন মিরাকল। কয়েকজন ছাড়া অধিকাংশই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এত অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে সুস্থ করে নজির গড়ল এমআর বাঙ্গুর হাসপাতাল।

May 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক কথায় নজিরবিহীন ঘটনা। গত এক সপ্তাহে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রায় ২০০ জন করোনা আক্রান্ত রোগী। এই রেকর্ড সংখ্যক রোগীর সুস্থ হওয়া কলকাতায় নজির। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, সবাই বলছেন মিরাকল। কয়েকজন ছাড়া অধিকাংশই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এত অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে সুস্থ করে নজির গড়ল এমআর বাঙ্গুর হাসপাতাল।

প্রসঙ্গত, শনিবারই ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কের সৃষ্টি হয় এমআর বাঙ্গুর হাসপাতালকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসপাতালের অব্যবস্থার ভিডিও, ছবি। মৃত্যুর ঘটনা নিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে প্রচুর শোরগোল হয়। বিতর্কের মুখে কড়া পদক্ষেপ নেয় সরকার। বাড়ানো হয় তৎপরতা। হাসপাতালে করোনা মোকাবিলায় আরও চিকিৎসক পাঠায় রাজ্যের স্বাস্থ্যদপ্তর। শুধু তাই নয়, বেলেঘাটা আইডি হাসপাতাল থেকেও চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়। এরপরই বদলাতে শুরু করে এমআর বাঙ্গুর হাসপাতালের চিত্র।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার থেকে শনিবার পর্যন্ত, গত এক সপ্তাহে প্রায় ২০০ রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। তাঁরা সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। ১০০ জনের বেশি শুধু করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। গতকাল যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট দু’বার নেগেটিভ এসেছে। ফলে তাঁদের সুস্থ ঘোষণা করে ডিসচার্জ করা হয়েছে। জানা গিয়েছে, আজ, রবিবার আরও ৪০ জনকে বাড়ি পাঠানো হবে। সংকট-বিতর্ক-রাজনীতির আবহে এই পরিসংখ্যান অন্ধকারের মধ্যে আশার আলো বইকি!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen