গোয়ার পর মেঘালয়, মুকুল সাংমার তৃণমূলে যোগ নিয়ে জল্পনা জোরালো

গত সপ্তাহের গোড়ার দিকেই রাজ্যে এসেছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।

October 1, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ১৩ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে । আর তা যদি সত্যি হয়, তাহলে তৃণমূলের জন্য উত্তর-পূর্বের সংগঠনের ভিত মজবুত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত সপ্তাহের গোড়ার দিকেই রাজ্যে এসেছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।সে সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একপ্রস্থ কথা হয়েছে । যদিও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অথবা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু মুখ খোলেননি। জল্পনা শুরু হয়েছিল, মুকুলের সঙ্গে অভিষেকের বৈঠকে কোনও রফা হয়নি। এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে যে রফা হয়ে গেছে।

উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম এই মুকুল সাংমা । ২০১৮ সাল পর্যন্ত তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন । বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা । কিন্তু সে রাজ্যের কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণে অনেকটাই কোণঠাসা তিনি । সম্প্রতি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গেও তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে । সবথেকে প্রবীণ এবং অভিজ্ঞ নেতা হওয়া সত্ত্বেও তাঁকে এড়িয়ে সাংসদ ভিন্সেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি করায় দলের প্রতি যথেষ্টই ক্ষুব্ধ তিনি । আর তাই এই অভিজ্ঞ কংগ্রেস নেতার ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল তাঁকে নিজের দিকে টানার চেষ্টা করছে বলে খবর ।

সাংগঠনিকভাবে এই বিষয়গুলি দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলীয় সংগঠন তৃণমূল স্তর থেকে ঢেলে সাজাতে তৎপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কোনও সন্দেহ নেই অসম, ত্রিপুরার মতো তাঁর লক্ষ্য রয়েছে মেঘালয়ে । এক্ষেত্রে মুকুল সাংমার মতো বড় নেতাকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে আনতে পারলে, তা দলের বড় সাফল্য হিসেবেই দেখা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen