পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজ়ুয়েলার রাজধানী, হামলা চালাল আমেরিকা?

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: শনিবার ভোর থেকে পরপর বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাস। পর পর সাতটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভেনেজ়ুয়েলার রাজধানী। স্থানীয়দের একাংশের দাবি, খুব কাছ দিয়ে বিমান উড়ে যাওয়ার শব্দও শুনতে পেয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারাকাসজুড়ে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সঠিক কারণ বা নির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স ভিডিওগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

বেশ কয়েক দিন ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজ়ুয়েলার সম্পর্কে চাপানউতর চলছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনেজ়ুয়েলা সীমান্তে কোনও তেল ট্যাঙ্কার আসা-যাওয়া করতে পারবে না। সঙ্গে ভেনেজ়ুয়েলা সরকারকে ফের ‘জঙ্গি গোষ্ঠী’ তকমাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ শাসক বলে অভিহিত করে তাঁকে পদত্যাগ করতেও বলেছিলেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করতে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে স্থলপথে অভিযান চালানোর কথাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগেই ভেনেজ়ুয়েলার উপকূলে একটি বন্দরে ড্রোন হামলা করেছিল সিআইএ। ওই বন্দরটি মাদক পাচারকারীরা ব্যবহার করে বলে আমেরিকার কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই হামলা চালানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen