লর্ডসে রেকর্ডের বৃষ্টি: জাদেজা-স্টোকসের দখলে একাধিক নজির

এই শতাব্দীতে প্রথমবার, একটি টেস্ট ম্যাচে মোট ১৫ জন ব্যাটার ‘বোল্ড’ আউট হয়েছেন—ইংল্যান্ডের ১২ জন ও ভারতের ৩ জন।

July 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: লর্ডস টেস্ট মানেই উত্তেজনা, ঐতিহ্য আর রেকর্ডের ছড়াছড়ি (Lord’s Test Records)। সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টেও (IND vs ENG Test 2025) তার ব্যতিক্রম হয়নি।

এই শতাব্দীতে প্রথমবার, একটি টেস্ট ম্যাচে মোট ১৫ জন ব্যাটার ‘বোল্ড’ আউট হয়েছেন—ইংল্যান্ডের ১২ জন ও ভারতের ৩ জন। এর আগে এই নজির গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে কিংস্টনে সদ্যসমাপ্ত টেস্ট ম্যাচে।

জাদেজার দুরন্ত ফর্ম ও নজিরবিহীন রেকর্ড

এই ঐতিহাসিক ম্যাচে নজর কেড়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

  • প্রথম ইনিংসে: ৭২ রান
  • দ্বিতীয় ইনিংসে: অপরাজিত ৬১ রান
  • তার আগের এজবাস্টন টেস্টে: ৮৯ ও অপরাজিত ৬৯

এই পারফরম্যান্সের ফলে, ইংল্যান্ড সফরে টানা চারটি ৫০+ স্কোর করার নজির গড়েছেন তিনি। এই কৃতিত্ব এর আগে ছিল শুধুমাত্র ঋষভ পন্থ (Rishabh Pant) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।

আরও একটি রেকর্ড— এই ম্যাচেই জাদেজা করেছেন টেস্ট কেরিয়ারের সবচেয়ে ধীরগতির হাফসেঞ্চুরি (১৫০ বলে)।

তিনি হলেন ভারতের প্রথম লোয়ার অর্ডার ব্যাটার, যিনি লর্ডসের এক টেস্টে দুই ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল ভিনু মানকড়ের (১৯৫২)।

জাদেজার দখলে এসেছে আরেকটি বড় রেকর্ড—ইংল্যান্ডে ৭ থেকে ১১ নম্বরে ব্যাট করা বিদেশিদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক এখন তিনিই।

  • ২৩ ইনিংসে ৩৭.৬৫ গড়, মোট সংগ্রহ ৭৫৩ রান,
  • ভেঙে দিয়েছেন রড মার্শের ৭২৯ রানের রেকর্ড।

স্টোকসের ক্যারিশমা: ম্যাচসেরা হয়ে ইতিহাসে নাম

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এই ম্যাচে আবারও প্রমাণ করলেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়।

  • ব্যাটে: ৭৭ রান
  • বল হাতে: ৫ উইকেট

এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি।

এটি লর্ডসে স্টোকসের চতুর্থ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার।
এছাড়া, টেস্ট কেরিয়ারে এটি তাঁর ১১তম ম্যাচসেরা পুরস্কার, ফলে তিনি কেভিন পিটারসন ও স্টুয়ার্ট ব্রডকে (১০ বার) ছাপিয়ে গিয়েছেন।

১৪ জুলাই তারিখটিও স্টোকসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের এই দিনেই তিনি ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন, আর এবার আবারও লর্ডসের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen