ভুয়ো টিআরপি নিয়ে মুম্বাই পুলিশের দ্বিতীয় চার্জশিটেও নাম অর্ণবের
রেটিং সংস্থা বার্ক অভিযোগ করে প্রভাব খাটিয়ে কিছু সংস্থা টিআরপিতে কারচুপি করছে। সেই সূত্রেই উঠে আসে রিপাবলিক টিভির নাম।
June 23, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ভুয়ো টিআরপি মামলায় (TRP case) দ্বিতীয় চার্জশিটে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর (Arnab Goswami) নাম উল্লেখ করল মুম্বই পুলিস।
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেয় মুম্বই পুলিসের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ)। চার্জশিটে নাম রয়েছে রিপাবলিক টিভির মালিকানা সংস্থা এআরজি আউটিলিয়ারেরও।
গত বছর অক্টোবরে টিআরপি কেলেঙ্কারি সামনে আসে। রেটিং সংস্থা বার্ক অভিযোগ করে প্রভাব খাটিয়ে কিছু সংস্থা টিআরপিতে কারচুপি করছে। সেই সূত্রেই উঠে আসে রিপাবলিক টিভির নাম।