অগ্নিকাণ্ডের জেরে কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দপ্তরের
অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তর এবিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১৫ দিনে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ ক্যাফে বন্ধ করা হয়, তারপরই নির্দেশিকা চালু হয় সব রুফটপ ক্যাফে বন্ধ করে দেওয়ার। এরপর পুলিশ কমিশনার ও দমকল বিভাগের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তর এবিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য।
ফায়ার সেফটি সার্টিফিকেট (FSC), ফাইনাল স্টেবিলিটি রিপোর্ট (FSR) এবং সংশ্লিষ্ট অন্যান্য সুরক্ষা নথি ছাড়া কোনও অবস্থাতেই বিল্ডিংয়ের অনুমতি দেওয়া হবে না। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। রাজ্যের সমস্ত পুর প্রশাসনকে নিয়মিতভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ, অরক্ষিত ও অনুমোদিত নির্মাণ পরিদর্শন করতে হবে।
- বাণিজ্যিক বাড়িগুলিকে কেন্দ্র করে ছাদ ও সিঁড়ির জায়গা ব্যবহারে যে অনিয়ম দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে তা আর বরদাস্ত করা হবে না।
- ছাদ কোনওভাবেই ভাগ করা যাবে না, ছাদে প্রবেশে কোনও বাধা সৃষ্টি করা চলবে না।
- ছাদের দরজা, করিডোর, সিঁড়ি, বারান্দা – সব কিছুই আলোকিত ও বাধামুক্ত রাখতে হবে।
- ফায়ার সার্ভিস অ্যাক্ট ১৯৫০ অনুসারে, লিফট লবি ও শাফটকে অগ্নি প্রতিরোধকভাবে সজ্জিত করতে হবে।
- প্রতিটি বেসমেন্টে কমপক্ষে দুটি করে প্রস্থানপথ থাকতে হবে।
- সিঁড়ির কূপ বা করিডরে কোনও মালপত্র রাখা যাবে না।
- করিডর ও সিঁড়ির প্রস্থ নির্ধারিত নিয়ম মেনে রাখতে হবে।
- ছাদের উপর লিফট রুম, সাপোর্ট ট্যাঙ্ক, টয়লেট, স্টোরেজ বা কোনো রকম অস্থায়ী নির্মাণ অনুমোদন করা হবে না।