পুজোয় খড়্গপুর শহর সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নিল পুরসভা

ইতিমধ্যেই আলো লাগানোর জন্য বরাত দিয়ে দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, পুজোর চারদিন শহরের বাসিন্দারা উৎসবে মাতবেন।

September 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোয় খড়্গপুর শহরের প্রধান প্রধান এলাকাগুলির সৌন্দর্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে খড়্গপুর পুরসভা। ঠিক হয়েছে শহরের প্রধান প্রধান এলাকাগুলির সৌন্দর্যায়ন করা হবে। এর জন্য একটা রূপরেখা তৈরি করা হয়েছে।

ইতিমধ্যেই আলো লাগানোর জন্য বরাত দিয়ে দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, পুজোর চারদিন শহরের বাসিন্দারা উৎসবে মাতবেন। বাইরে থেকেও বহু মানুষ এই শহরে ঠাকুর দেখতে আসে। তাই শহরকে আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলইডি লাইট দিয়ে শহরের প্রধান প্রধান এলাকাগুলি সাজাতে বলা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আইআইটি ব্রিজ, তালবাগিচা রোড, মহকুমা হাসপাতাল থেকে বারবেটিয়া মোড়, কৌশল্যা বিবেকানন্দ পার্ক, সেখান থেকে পুরসভা মোড়, কৌশল্যা থেকে পুরাতনবাজার রোড, আইআইটি সেকেন্ড গেট থেকে বনদপ্তর, শহরে প্রবেশপথ চৌরঙ্গি মোড়, আইল্যান্ড আলোকমালায় সাজবে। এছাড়া ইন্দা, বরবাতি কালিমন্দির থেকে মালঞ্চ মেনরোড, সেনচক মোড়, মন্দিরতলা ঘাট, বিসর্জন ঘাটকে আলো দিয়ে সাজানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen