বকেয়া মজুরি চাওয়ায় পুনেতে খুন বাংলার পরিযায়ী শ্রমিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে নির্মাণকাজ করতে গিয়ে নৃশংস হত্যার শিকার হয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকার বাসিন্দা সমশাদ আলম (৩২)। অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া মজুরি চাইতেই ঠিকাদারের হাতে প্রাণ হারাতে হয়েছে তাঁকে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’মাস আগে কাজের খোঁজে কেরল যান সমশাদ। সেখান থেকেই বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ঠিকাদার সিকান্দার আলি বেশি রোজগারের আশ্বাস দিয়ে তাঁকে পুনেতে নিয়ে যান। পুনের একটি নির্মীয়মান বহুতলে শ্রমিকের কাজ করছিলেন সমশাদ। কিন্তু গত তিন মাস ধরে কোনও পারিশ্রমিক না পাওয়ায় ঠিকাদারের কাছে বারবার পাওনা টাকার দাবি জানাচ্ছিলেন তিনি।
অভিযোগ, নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি দুপুরে মজুরি চাওয়াকে কেন্দ্র করে সিকান্দার আলি ও তাঁর ছেলের সঙ্গে সমশাদের তীব্র বচসা হয়। সেই সময় পেছন থেকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি পরিবারের। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পর দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাঁকে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে পুনে থেকে কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন। অসুস্থ মা সন্তানের দেহ জড়িয়ে ধরেন, বাকরুদ্ধ বাবা মেহের আলি। ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, অভিযোগ পেলে পুনে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আইনগত পদক্ষেপ করা হবে।