কেঞ্জাকুড়ার অদ্ভুত মেলা! বাঁকুড়ায় দ্বারকেশ্বরের চরে বসে চলল মুড়ি খাওয়া

এই বিশেষ মেলাকে কেন্দ্র করে আম জনতার মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে।

January 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার, বাঁকুড়ায় বসল মুড়ির মেলা। এই বিশেষ মেলাকে কেন্দ্র করে আম জনতার মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। প্রতি বছর ৪ মাঘ বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদের চরে মেলা বসে। শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য মেলায় মানুষের ঢল নামে।

কেঞ্জাকুড়া সহ পার্শ্ববর্তী প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ ভিড় করেন নদীর চরায়। দূরদূরান্ত থেকেও মানুষ মেলায় আসেন। কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বরের চরে গোল হয়ে বসে চলে মুড়ি খাওয়া। নানান রকম তেলেভাজা, শীতকালীন সবজি দিয়ে মুড়ি মেখে খান সকলে। মুড়ি তেলেভাজার গন্ধে চারিদিক ভর্তি হয়ে ওঠে। বিকেল পর্যন্ত মেলা চলে।

বাঁকুড়া শহর থেকে প্রায় ২০কিলোমিটার দূরে কেঞ্জাকুড়া গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। নদের চরে সঞ্জীবনী মাতার আশ্রম অবস্থিত। এই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষ্যে হরিনাম সংকীর্তনের আসর বসে। মাঘ মাসের ৪ তারিখ পর্যন্ত তা চলে। মহোৎসবের শেষ দিনে দ্বারকেশ্বরের চরে বসে মুড়ি মেলা। সকলে বাড়ি থেকেই মুড়ি নিয়ে মেলায় যান। নদীর চরে বালির উপর গামছা পেতে মুড়ি মাখা হয়। চপ, বেগুনি, শিঙাড়া, চানাচুর থেকে শুরু করে পেঁয়াজ, কাঁচালঙ্কা, টোম্যাটো, মটরশুঁটি, নারকেল, ধনেপাতা প্রভৃতি থাকে। কেউ কেউ নারকেল নাড়ুও মুড়ির সঙ্গে শেষ পাতে রাখেন। নদীর বালি সরিয়ে গর্ত খুঁড়ে বের করে আনা জল দিয়ে মুড়ি মাখিয়ে থাকেন অনেকে। চরে বসে চলে খাওয়াদাওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen