কলকাতায় তৈরি হচ্ছে ‘‌মিউজিয়াম অফ ওয়ার্ড’, লক্ষ্য ভাষার বিবর্তনের সুলুক সন্ধান

মিউজিয়ামের অভাব নেই কলকাতায়। এবার আরও একটি মিউজিয়াম পাচ্ছে কলকাতা।

August 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মিউজিয়ামের অভাব নেই কলকাতায়। এবার আরও একটি মিউজিয়াম পাচ্ছে কলকাতা। আগামী বছরের শুরুতে ন্যাশনাল লাইব্রেরির বেলভেডিয়ার হাউসে তৈরি হতে চলেছে ভাষা, লিপি এবং শব্দের মিউজিয়াম। মিউজিয়ামের নাম রাখা হচ্ছে ‘‌মিউজিয়াম অফ ওয়ার্ড।’‌ বাংলায় এর নাম হবে ‘‌শব্দলোক।’‌

এই মিউজিয়ামে দেশের ২২টি ভাষার বিবর্তনের ধারার সুলুক সন্ধান করার চেষ্টা চালানো হবে। জানা গিয়েছে, অসমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ভাষা মিউজিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাপাখানার ইতিহাস, পাবলিক লাইব্রেরির সুদীর্ঘ যাত্রাপথ এবং বেলভেডিয়ার এস্টেটের ইতিহাস ও ঐতিহ্যকে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হবে। ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ফর নেচার, আর্টস অ্যান্ড হেরিটেজকে মিউজিয়ামের পরিকল্পনা ও নকশা তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজেক্টর, অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি টুল, গ্রাফিক ওয়াল ইত্যাদি রাখা হবে মিউজিয়ামে।

ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর জেনারেল অজয় ​​প্রতাপ সিংয়ের কথায়, বিশিষ্ট কবি ও লেখকদের লিপি ও সাহিত্যের ইতিহাস সংরক্ষণ করাই হবে এই মিউজিয়ামের প্রাথমিক লক্ষ্য। তিনিই জানাচ্ছেন, সব বয়সীদের জন্য গ্রহণযোগ্য হবে এই মিউজিয়াম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen