করোনার জন্য বন্ধ হওয়া সংগ্রহশালার ভার্চুয়াল ট্যুর করুন

করোনা আতঙ্কে সারা বিশ্বের মত আতঙ্কিত ভারতবর্ষও। আমাদের রাজ্যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক অফিসেও চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

March 21, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনা আতঙ্কে সারা বিশ্বের মত আতঙ্কিত ভারতবর্ষও। আমাদের রাজ্যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক অফিসেও চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। 

বাচ্চাদের অনেক সময় বিভিন্ন দেশ বিদেশের মিউজিয়ামের বিষয়ে আগ্রহী হয়। সেখানে দেখতে যাওয়া বর্তমানে সেদেশের বাসিন্দাদের পক্ষেও সম্ভব না। তাই, বিকল্প হিসেবে তারা ভার্চুয়াল ভাবে দেখতে পারেন এই সংগ্রহশালাগুলি।

রইল সেরকমই একটি তালিকা:

ন্যাশানাল গ্যালারি অফ আর্ট, ওয়াশিংটন ডি সি

এখানে প্রায় ৪২ হাজার শিল্পদ্রব্য আছে, আছে দুটি বিশেষ দ্রষ্টব্য। আমেরিকার ডেকরেটিভ শিল্পের ১৮ হাজার নিদর্শন আছে এখানে।

স্মিথসোনিয়ানস ন্যাশানাল পোর্টেট গ্যালারি, ওয়াশিংটন ডি সি

স্মিথসোনিয়ানস ইন্সটিটিউশানের ২০ টির মধ্যে ১২টি সংগ্রহশালায় ভার্চুয়াল ট্যুর করা যায়। এর মধ্যে ন্যাশানাল জুও আছে।  সম্প্রতি এই সংগ্রহশালা খুব বিখ্যাত হয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ও তাঁর স্ত্রীর পোর্টেটের জন্য। 

মিউজিয়াম অফ মডার্ন আর্ট, নিউ ইয়র্ক সিটি

এই সংগ্রহশালার বৈশিষ্ট্য হল, এখানে যেসব শিল্পকলা আছে, সেগুলি সবই মহিলা শিল্পীদের সৃষ্টি।

আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, নিউ ইয়র্ক সিটি

ডাইনোসোরের বিষয়ে আগ্রহী শিশুদের জন্য এই মিউজিয়াম এক আকর্ষণীয় স্থান। এই মিউজিয়ামটি হলিউডের সিনেমাতেও দেখানো হয়েছে। ভারতের ৫৬৩ রতির নীলাও আছে এখানে।

হাই মিউজিয়াম অফ আর্ট, আটলান্টা

এই মিয়জিয়াম বিখ্যাত ছবি সংগ্রহের জন্য। নাগরিক অধিকার আন্দোলনের ৩০০-র বেশী দুষ্প্রাপ্য ছবি মেলে এখানে।

মিউজিয়াম অফ ফাইন আর্টস, হিউস্টন 

এখানে ডজন খানেক বস্তু দেখতে পাওয়া যায় অনলাইনে। মহাকাশের বিষয়ে আগ্রহীরা পাবেন এখানে অসংখ্য মহাকাশ সম্বন্ধিত ফটো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen