মুস্তাফিজুর বিতর্ক: ইউনূস সরকারের হস্তক্ষেপ! ভারতের T-20 World Cup 2026 খেলতে না-আসার সিদ্ধান্ত BCB-র

January 4, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৪: চরম সিদ্ধান্ত নিল বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না-পাঠানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অন্তবর্তী সরকারের নির্দেশ মেনে বাংলাদেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। রবিবার বিসিবির ১৭ জন বোর্ড পরিচালকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুস্তাফিজুর বিতর্কে ক্রিকেট পরিচালকদের অধিকাংশই কঠোর পদক্ষেপ না-নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ইউনূস সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে না-যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের বৈঠকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের পর বৈঠকে বসেন বিসিবির পরিচালকেরা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসি চিঠি দেওয়া হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ শনিবার সমাজ মাধ্যমে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”

এরপরেও বিসিবির পরিচালকদের অধিকাংশ কঠোর পদক্ষেপে রাজি ছিলেন না। তবে সরকারের হস্তক্ষেপের পর মত বদল হয়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানান, ‘‘সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।’’ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ সমাজ মাধ্যমে লেখেন, ‘‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’’

উল্লেখ্য, শনিবার IPL থেকে মুস্তাফিজুর বাদ পড়ার পরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে দেন। বিসিবি কর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন। নির্দেশ উপেক্ষা করার উপায় কার্যত ছিল না বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। তবে কি বাংলাদেশকে ছাড়াই আয়োজিত হবে বিশ্বকাপ? এখন দেখার কোন পথে এগোয় ঘটনাক্রম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen