গর্জালেও বর্ষাল না! ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্প ডাহা ফেল, আবেদনের দেড় শতাংশেরও কম ঋণমঞ্জুর দু’বছরে

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০৮: আজ বিশ্বকর্মা পুজো। ঠিক দু’বছর আগে ২০২৩ সালের বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী মোদী (PM Modi) ঘোষণা করেছিলেন ‘পিএম বিশ্বকর্মা’ (PM Vishwakarma) প্রকল্প। দাবি করা হয়েছিল, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সাহায্য দেওয়া তথা স্বনির্ভর করতেই এই প্রকল্প নেওয়া হচ্ছে। মোট ১৮টি ক্ষেত্রের কারিগর ও ক্ষুদ্র উদ্যোগপতিদের সুবিধা দেওয়ার কথা বলা হয়। মোদী সরকারের অন্যান্য প্রকল্পের মতো এটিরও দেদার প্রচার চলে। ঢক্কানিনাদই সার! পরিসংখ্যান বলছে প্রকল্পের লক্ষ্য পূরণ হয়নি। তিন কোটি আবেদন জমা পড়লেও ঋণ পেয়েছেন মাত্র ১.৫ শতাংশ।

চলতি বছর পর্যন্ত প্রায় তিন কোটি আবেদন জমা পড়েছে এমএসএমই মন্ত্রকের আওতাধীন (MSME) এই প্রকল্পে। কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছেন মাত্র ২৯ লক্ষ ৯৮ হাজার মানুষ। সহজ শর্তে ব্যাঙ্ক ঋণ মেলার ঘোষণা করা হয়েছিল। ঋণের টাকায় নতুন ব্যবসা শুরু করে কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলা হয়েছিল। দেখা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় অদ্যাবধি ঋণ পেয়েছেন মাত্র ৩ লক্ষ ৯১ হাজার আবেদনকারী। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রায় ১২ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছিল ঋণের জন্য। তিন কোটি মানুষ প্রকল্পের সুবিধা নিতে চেয়েছিলেন, পেলেন দেড় শতাংশেরও কম!

তথ্য বলছে, এই প্রকল্পের আওতায় এখনও অবধি প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রায় ৭ লক্ষ ৮৭ হাজার আবেদন বাতিল করে দিয়েছে ব্যাঙ্কগুলি। ওয়াকিবহাল মহলের মতে, মোদী সরকারের অন্যান্য কর্মসংস্থানমুখী প্রকল্পের মতো করুণ হাল ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পেরও। তথ্য ও পরিসংখ্যান সাফ বলে দিচ্ছে, কেবল প্রচার হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সাহায্য পাননি। কারিগরদের কোনও উপকারই হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen