SIR নিয়ে চিঠি-পাল্টা চিঠিতে সরাসরি বিরোধে রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশন

দুই ইআরও-সহ চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন

August 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২: ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে এবার সরাসরি বিরোধে রাজ্য সরকার (State Govt) ও জাতীয় নির্বাচন কমিশন (ECI)। দুই ইআরও-সহ চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মনে করিয়ে আবার চিঠি দিল নির্বাচন কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দিতে বলেছে কমিশন।

শুক্রবার নবান্নের (Nabanna) তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে (CEO Office)। রাজ্যের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে – একাধিক সংবাদমাধ্যম এবং সংবাদপত্র খবর করেছে, রাজ্যের সিইও অফিসের থেকে নাকি জাতীয় নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে, রাজ্য সরকার এসআইআর-এর জন্য প্রস্তুত। কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারকে না আগে জানান হয়েছে, না আলোচনা করা হয়েছে। নবান্নর তরফে সিইও অফিসকে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা জানান হয়েছে।

সূত্রের খবর, নবান্ন চিঠির পাল্টা চিঠি দিয়েছে সিইও অফিসও। নবান্নকে তারা লিখেছে, বিহারের এসআইআর-এর সময়ে প্যারা ১০-এ সব রাজ্যে এসআইআর হবে উল্লেখ করে তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তাই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “এ সব বিজেপির নাটক। রাহুল গান্ধী ভোট চুরির তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনের আগে তার জবাব দেওয়া উচিত।” লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি সাংসদরা শুক্রবারই সংসদের বাইরে প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছেন এই ইস্যুতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen