জেলাস্তরে শিল্পে লগ্নি প্রস্তাব কার্যকর করতে জেলাভিত্তিক সিনার্জি কমিটি তৈরির নির্দেশ দিল নবান্ন
কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের মতো সংস্থা বাংলায় শিল্প গড়ার জন্য এগিয়ে এসেছে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের মতো সংস্থা বাংলায় শিল্প গড়ার জন্য এগিয়ে এসেছে। এমএসএমইতেও নতুন দিগন্ত খুলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রস্তাবকে দ্রুত কার্যকর করতে রাজ্যস্তরে তৈরি হয়েছে সিনার্জি কমিটি।
ওই কমিটির পাশাপাশি প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে সিনার্জি কমিটি তৈরি করতে উদ্যোগী হল নবান্ন। সেই জন্য প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিল্পায়ন ও শিল্প প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে রাজ্য সরকার সিঙ্গল উইন্ডো সিস্টেম আগেই তৈরি করেছে। সেই সিস্টেমকে সফলভাবে রূপায়িত করতে এই কমিটি পরিকল্পনার উপর নজরদারি ও পরামর্শদাতা হিসেবে কাজ করবে। মূল লক্ষ্য, বিনিয়োগের প্রস্তাব ও ব্যবসায়িক বিষয় সংক্রান্ত যে কোনও পরিষেবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। অনলাইনে বিনিয়োগ প্রস্তাব জমা করতে পারবেন বিনিয়োগকারীরা। জেলাস্তরে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার কাজ দ্রুত করবে জেলার এই কমিটি।