কর্মসূচি নয় ওদের ধর্মসূচি আছে, বিজেপিকে কটাক্ষ নচিকেতার

পুর প্রচারের শেষ লগ্নে কলকাতায় প্রচারে নচিকেতা।

December 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুর প্রচারের শেষ লগ্নে কলকাতায় প্রচারে নচিকেতা। প্রচারে নেমে লাগাতার আক্রমণ শানালেন বিজেপি’কে। তাঁর কথায় আগামী দশ বছরেও কলকাতায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি।


বিগত দিনেও একাধিকবার তৃণমূলের হয়ে পথে প্রচারে দেখা গিয়েছে গায়ককে। যে ওয়ার্ডে শিল্পীর নামে কফি শপ আছে সেখানেই প্রচার সারলেন তিনি। তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের হয়ে প্রচার সেরেছেন তিনি। নচিকেতা অবশ্য বলছেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাই তৃণমূলের হয়েই প্রচার করব। আর বাপ্পা! ওর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে দারুণ সম্পর্ক। আমরা পরস্পরকে সম্মান করি, ভালোবাসি। ওর হয়ে প্রচারে নেমেছি। কারণ এই ওয়ার্ডে যে ভালো কাজগুলি হয়েছে তা এককথায় অসাধারণ।’

বিরোধীদের কটাক্ষের জবাবে তাঁর বক্তব্য, ‘আমার কাছে অনেকগুলো পুরনো ছবি আছে। চাইলে সেই ছবি দেখিয়ে দেব। তাহলেই বুঝে যাবেন কলকাতা কী ছিল আর কলকাতা কী হয়েছে।’ প্রচারে এসে অবশ্য বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি শিল্পী। তিনি বলছেন, ‘ওদের আসলে কোনও কর্মসূচি নেই। ওদের শুধুই ধর্মসূচি আছে। ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। যাঁরা আমার গান শোনেন, ভালোবাসেন তাঁরা কখনওই ধর্মের নামে বিভাজিত হবেন না। আমার এই বিশ্বাস মানুষের ওপর আছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen