যুদ্ধ পরিস্থিতিতে স্থগিত নদিয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন
২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে আপাতত স্থগিত নদিয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই উপনির্বাচন ছিল অনেকটা লিটমাস টেস্টের মতো। কোন দলের কতটা ক্ষমতা তা দেখে নেওয়া যেত। কিন্তু একটা উপনির্বাচনের থেকে দেশের স্বার্থ সবার আগে। আর এই কথা মাথায় রেখেই উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। কারণ এই উপনির্বাচন এখন হলে দুটি সমস্যা দেখা দিতে পারে। এক, পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ভোট করানো সম্ভব হয়ে উঠবে না। দুই, পাকিস্তানের হামলার আঁচ যদি বাংলায় এসে পড়ে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া কঠিন হবে।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তখন থেকেই এই আসনটি খালি হয়ে রয়েছে। এখন নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্য়ে উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু মে মাসের শুরুতেই দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।