নদীয়ায় রূপশ্রী প্রকল্পে নজির, সাড়ে ১৫ হাজারের বেশি মেয়ের বিয়েতে ৩৯ কোটির আর্থিক সাহায্য রাজ্যের

ইতিমধ্যেই রূপশ্রী প্রকল্পের আওতায় রাজ্য সরকারের দেওয়া টাকা নববধূদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছে গিয়েছে।

May 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কন্যাদায়গ্রস্ত পিতাদের ভার লাঘব করতে রাজ্য চালু করেছে রূপশ্রী প্রকল্প। এতে বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য মেলে। গত অর্থ বছরে এই প্রকল্পের আওতায় নদীয়া জেলার ১৫ হাজারের বেশি মেয়ের বিয়েতে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার‌। যার জন্য খরচ হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা।

ইতিমধ্যেই রূপশ্রী প্রকল্পের আওতায় রাজ্য সরকারের দেওয়া টাকা নববধূদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছে গিয়েছে। আবেদনকারীদের নথিপত্র যাচাই করে টাকা পাঠানো হয়েছে। বিয়ের দিন নববধূর বাড়িতে পৌঁছে সব দিক খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। চলতি বছরে রেকর্ড পরিমাণ নববধূকে এই প্রকল্পের সুবিধা দিতে পেরে খুশি জেলা প্রশাসন।

আবেদনপত্র জমা পড়লেই দ্রুত তা খতিয়ে দেখা হয়। সমস্ত নথি ঠিক থাকলে তবে আবেদনকারীর ব্যাঙ্কঅ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী বিয়ের দিন পেরিয়ে গেলে আবেদনকারীর তথ্য আপলোড করা যায় না। তাই আবেদন জমা পড়লেই আধিকারিকদের দ্রুত তা পরীক্ষা করতে হয়। জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে নদীয়া মোট ১৫ হাজার ৫৬২ জন নববধূকে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তার জন্য খরচ হয়েছে ৩৮ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার টাকা। যার মধ্যে শুধু চাপড়া ব্লকের ১,৫১৪ জন্য রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন। কালীগঞ্জ ব্লকের ১,২০৮, করিমপুর-২ ব্লকের ৬৭৯, কৃষ্ণনগর-১ ব্লকের ৮৩৩, কৃষ্ণনগর-২ ব্লকে ৮৩২, নাকাশিপাড়া ব্লকে ১,৪৫১, হরিণঘাটা ব্লকে ৪৫০ এবং কল্যাণী ব্লকের ৩০১ জন রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen