দাবানলের গ্রাস! তিনদিন ধরে জ্বলছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১৫: দাবানলের গ্রাসে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। তিনদিন ধরে নাগাড়ে জ্বলে চলেছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। বাতাসের গতিবেগ বেশি থাকার জেরে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আকাশপথে আগুন নেভানোর কাজ শুরু করতে পারে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী বায়ুসেনার একটি হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামতে চলেছে। কপ্টার থেকে জল ছেটানো হবে জঙ্গলে।
জাপফু পবর্তশ্রেণির কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দাবানলের আগম। আগুন নিয়ন্ত্রণ না-আনতে পারলে বিপুল এলাকা পুড়ে ছাই হয়ে যাবে বলে খবর। প্রশাসন এবং স্থানীয়দের দাবি, চার জন স্থানীয় ট্রেকার নিজেদের তাঁবুর কাছে আগুন জ্বালিয়েছিলেন। দাবানল তা থেকেই ছড়িয়ে। শুক্রবার জুকো উপত্যকার জঙ্গলে আগুন লাগে। হাওয়ার গতি বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা অত্যন্ত দুর্গম। খাড়া ঢালের কারণে সড়কপথ নেই সেখানে, তাই দমকলের গাড়ি সেখানে পৌঁছতে পারবে না।
জানা গিয়েছে, খোনোমা গ্রামের কাছে জঙ্গলে স্থানীয় চারজন ট্রেকার নিজেদের তাঁবুর সামনে আগুন জ্বালিয়েছিলেন। তাঁরা জল আনতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে আটকে পড়েন তাঁরা। শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা জঙ্গলে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। নাগাল্যান্ড সরকার স্থানীয় বাসিন্দা এবং ট্রেকার, পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকতে বলেছে।
নাগাল্যান্ড সরকার জানিয়েছে, বিশাল বনাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। জুকো উপত্যকায় প্রচুর বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই এলাকা আলপাইন তৃণভূমি ও ট্রেকিংয়ের জন্যও বিখ্যাত। আগুন নিয়ন্ত্রণ করা না-গেলে আরও ক্ষতি বহর বাড়বে।