SIR-এ নাম বিভ্রাট, বেহালার সুব্রত হলেন সোনারপুরের ভোটার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩১: এবার SIR-এর ফর্মে বড়সড় গণ্ডগোল ধরা পড়ল। বিপাকে পড়েছেন বেহালার বাসিন্দা এবং নিউ আলিপুরের সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ-সি কর্মী সুব্রত মিস্ত্রী (Subrata Mistry)। তাঁর অভিযোগ, একই নাম ও বাবার নাম মিল থাকায় তাঁর এন্যুমারেশন ফর্ম (Enumeration form) চলে গিয়েছে সোনারপুর উত্তরের (Sonarpur Uttar) আরেকজন সুব্রত মিস্ত্রীর কাছে। ফলে তিনি নিজের এলাকায় ভোটার (Voter) হিসেবে আর নথিভুক্ত নেই – এই তথ্য জেনে এখন চরম দুশ্চিন্তায় সরকারি কর্মীটি।
অভিযোগকারী সুব্রত মিস্ত্রী জানান, প্রতিটি নির্বাচনে তিনি নিয়মিত ডিউটিতে উপস্থিত থাকেন। কিন্তু এবারের SIR-এর নতুন ফর্ম তাঁর বাড়িতে এসে পৌঁছায়নি। পরে অনলাইনে চেক (online Check) করে দেখেন তাঁর নাম ঠিকই রয়েছে – তবে ঠিকানায় বড় অদলবদল। বেহালা পূর্বের (Behala Purba) পরিবর্তে তিনি দেখেন, নিজের নাম সোনারপুর উত্তরে (Sonarpur Uttar) নথিভুক্ত হয়েছে।
সুব্রত মিস্ত্রীর বক্তব্য, “আমার কাছে SIR-এর ফর্ম আসেনি। অনলাইনে দেখি আমার নাম সোনারপুর উত্তরে চলে গেছে। আমি তো বেহালা পূর্বের ভোটার। পরে শুনলাম আমার ফর্ম নাকি অন্য এক সুব্রত মিস্ত্রী নিয়ে গেছেন। BLO বললেন কোনও গন্ডগোল হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “BLO আমাকে জানান, ওই সুব্রত নাকি এক দালালের মাধ্যমে ভোটার কার্ড (Voter card) করেছেন। উনি আগে তালদিতে থাকতেন। জন্ম বাংলাদেশের, পরে ভারতে এসেছেন -এ কথাও জানতে পারি। কমিশনের কাছে গেলেও কোনও সাহায্য পাইনি। থানাতেও কোনও সহায়তা পাওয়া যায়নি। এখন আমি সত্যিই হয়রানির শিকার।”
সোনারপুর উত্তরের ভোটার সুব্রত মিস্ত্রীও স্বীকার করেছেন যে তিনি ২০১৭ সালে ভোটার কার্ড তৈরি করিয়েছেন এবং তাঁর জন্ম বাংলাদেশে হলেও ছোটবেলায় ভারত আসেন। গণ্ডগোলের বিষয়টি স্বীকার করেছেন এলাকার BLO সমীরণকুমার রায়ও।
দুই ভিন্ন ব্যক্তির নাম, বাবার নাম ও EPIC নম্বর প্রায় অভিন্ন হওয়ায় কীভাবে এমন গুরুতর প্রশাসনিক ভুল ঘটল-তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে প্রকৃত ভোটার সুব্রত মিস্ত্রীর ভোটাধিকার এবং ব্যক্তিগত পরিচয় নিয়েই তৈরি হয়েছে একাধিক সমস্যার সম্ভাবনা।
নামের বিভ্রাটে এমন জটিল পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি মিলবে, তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে বেহালার সুব্রত মিস্ত্রীর। সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন- তার আগেই সমস্যার সমাধান হবে কি না, সেই নিয়েই বড় প্রশ্ন।