২০০২ সালের লিস্টে ছিল না নাম, উত্তর দিনাজপুরে SIR-এ আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের

December 19, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২০: ফের SIR নিয়ে আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের কামাত সম্বলপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিল সিং (৬২)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, SIR-র শুরু থেকেই আতঙ্কিত ও চিন্তিত ছিলেন অনিল। সেই চিন্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও ২০০২ সালের লিস্টে নাম ছিল না অনিলের। সেই নিয়েই আতঙ্কিত ছিলেন তিনি। ২০০৩ সালে অনিল সপরিবারে বাংলাদেশ থেকে এ দেশে আসেন। নিয়ম মেনে ভোটার তালিকায় নামও ওঠে। এ বছর SIR হলে নিয়ম মেনে এনিউমারেশন ফর্মও ফিলআপ করেন।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, অনিলের মনে SIR নিয়ে আতঙ্ক ছিল। তিনি কোথাও শুনেছিলেন ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্কই দীর্ঘদিন ধরে গ্রাস করে রেখেছিল অনিলকে। বৃহস্পতিবার সন্ধ্যেতে বাড়িতে স্ত্রী, মেয়ের সঙ্গে বসে এ বিষয়েই কথা বলছিলেন তিনি। তখনই হার্ট অ্যাটাকে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর।

খবর পাওয়ার পরে পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen