নাম নেই ২০০২-র তালিকায়, SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খড়দহে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৩০: ক্রমশ গ্রাস করছে আতঙ্ক! SIR শুরু হতেই রাজ্যের শুরু হয়েছে মৃত্যু মিছিল। অভিযোগ, এখনও অবধি ১৪ জনের মৃত্যু হয়েছে SIR আতঙ্কে। কেউ হৃদরোগে মারা গিয়েছেন, কেউ কেউ আত্মঘাতী হয়েছে। এবার SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা! ২০০২ সালের তালিকায় নাম না-থাকায় বাড়ির পাশের ঝোপে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খড়দহের যুবক।
যুবকের নাম আকবর আলি। আকবর খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের ইশ্বরীপুর এলাকার বাসিন্দা। বয়স ৩৯ বছর। তাঁর পরিবারের কথায়, বৃহস্পতিবার বিকেলে BLO বাড়িতে আসেন। তখন ২০০২ সালের তালিকায় আকবরের নাম মিলিয়ে দেখা হয়। লিস্টে তাঁর নাম পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আকবর।
বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। ঘটনাটি তাঁর স্ত্রীর নজরে পড়তেই চিৎকার করেন। ছুটে আসেন প্রতিবেশিরা। প্রাণ রক্ষা পায়। আকবর জানান, তিনি আতঙ্কে আছেন SIR নিয়ে। তাঁর কাছে প্যান, ভোটার-সমস্ত কার্ড আছে। বিবাহের রেজিস্ট্রির সার্টিফিকেট রয়েছে। আর কী দেখাতে হবে, প্রশ্ন তাঁর। আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে যুবকের বাড়িতে যান খড়দহ ব্লক তৃণমূলের সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রপ্রধান প্রসেনজিৎ সাহা-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল।