প্রকাশ্যে বিপাশা-করণের সদ্যজাত কন্যাসন্তানের ছবি! কী নাম রাখলেন তাঁরা?

শনিবার কন্যাসন্তানের জন্ম দিলেন বিপাশা বসু।

November 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার কন্যাসন্তানের জন্ম দিলেন বিপাশা বসু। ৪৩ বছর বয়সে মা হলেন তিনি। বিয়ের ছয় বছর পর প্রথম সন্তানের আগমন হল বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের জীবনে।


ইতিমধ্যেই মেয়ের নামও ঠিক করে ফেলেছেন এই বলি কপল। নবজাতকের ছোট্ট গোলাপি পায়ের ছবি দিয়ে তারকা জুটি ঘোষণা করলেন, মেয়ের নাম দেবী বসু সিংহ গ্রোভার।

গত আগস্ট মাসেই খবর পাওয়া গিয়েছিল বিপাশা মা হতে চলেছেন। কিছুদিন আগেই বিপাশার সাধের আয়োজন করেছিলেন তাঁর মা। একেবারে বাঙালি নিয়ম মেনেই সাধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আশীর্বাদ পর্ব মিতে যাওয়ার পর ‘মম-টু-বি’-র জন্য আয়োজন করা হয়েছিল পঞ্চব্যঞ্জনের। অবশেষে শনিবার বিপাশা জন্ম দিলেন ফুটফুটে কন্যাসন্তান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen