চুক্তিবদ্ধ ডাক্তারদের নাম ‘ডিঅ্যাক্টিভেট’ হল স্বাস্থ্যসাথী পোর্টালে

জানা গিয়েছে, এমডি, এমএস পাশের পর তিন বছরের চুক্তিতে সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হয় এসআরদের।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেবল সরকারি হাসপাতালের কাজ বন্ধ রেখে কর্মবিরতিতে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে চুটিয়ে প্র্যাকটিস করেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর আন্দোলনের নামে প্রায় দু’মাস ধরে দেদার বেসরকারি জায়গায় আয় করেছেন তাঁরা। এবার সরকারের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে উদ্যোগী হল স্বাস্থ্যদপ্তর। তাদের নাম ‘ডিঅ্যাক্টিভেট’ করা হল স্বাস্থ্যসাথী পোর্টালে। পাঁচশোর বেশি ডাক্তার তালিকা থেকে বাদ পড়েছেন বলে খবর। সরকারি চিকিৎসা বিমা প্রকল্পে তাঁরা আর অনুমোদন পাবেন না। ‘চুক্তিবদ্ধ’ সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কার্যত মাথায় হাত।

জানা গিয়েছে, এমডি, এমএস পাশের পর তিন বছরের চুক্তিতে সরকারি হাসপাতালে পরিষেবা দিতে হয় এসআরদের। চুক্তি অনুযায়ী, তারা প্রাইভেটে প্র্যাকটিস করতে পারেন না। মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকার ভাতা পান তাঁরা। অনেকেই গোপনে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। কর্মবিরতি আন্দোলনের মাঝে এমন অন্তত ৫৬৩ জন ‘এসআর’ শুধু স্বাস্থ্যসাথী থেকেই আয় করেছেন প্রায় সাড়ে ৫৪ কোটি টাকা। এহেন তথ্য সামনে আসতেই টনক নড়েছে স্বাস্থ্যদপ্তরের। নিয়ম অনুযায়ী, কোনও নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে অপারেশনের আগে চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর আপলোড করতে হয় স্বাস্থ্যসাথী পোর্টালে। তারপর টাকা অনুমোদন করে সরকার। এখন সেই পোর্টালেই পাঁচশোর বেশি ‘চুক্তিবদ্ধ’ চিকিৎসকের নামে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, ‘চুক্তিবদ্ধ’ চিকিৎসকদের বেসরকারি জায়গায় প্র্যাকটিস করতে হলে স্বাস্থ্যদপ্তরের থেকে ‘এনওসি’ নিতে হবে। ওই চিকিৎসকদের নাম বা রেজিস্ট্রেশন নম্বর পোর্টালে আপলোড করা যাবে না। তিন দিন আগে এই নিয়ম কার্যকর হয়েছে। কেউ কেউ অন্যায়ভাবে সুযোগ নেওয়ায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। সরকার কড়া পদক্ষেপ নিতেই ঘুম ছুটেছে এসআরদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen