নারায়ণী ব্যাটেলিয়নের সদর দপ্তর হচ্ছে কোচবিহার
মেখলিগঞ্জের তিস্তার চরে ৩০ একর জমি দেখেছে জেলা প্রশাসন।
December 13, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটেলিয়নের (Narayani Battalion) সদর দপ্তর হচ্ছে কোচবিহার (Cooch Behar)। ইতিমধ্যে জমিও চিহ্নিত হয়ে গেছে। মেখলিগঞ্জের তিস্তার চরে ৩০ একর জমি দেখেছে জেলা প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১৬ তারিখ কোচবিহার রাসমেলা মাঠে এই ঘোষণা করতে পারেন বলেও জানা গেছে। সাংসদ নিশীথ প্রামানিক কেন্দ্রের কাছে নারায়ণী ব্যাটেলিয়নের সদর কোচবিহারে করার প্রস্তাব রেখেছিলেন। কিন্তু তা এখনো ফলপ্রসূ হয়নি। তার আগে রাজ্য পুলিশই নারায়ণী ব্যাটেলিয়নের সদর করল কোচবিহারকে।